
বিনোদন ডেস্ক||

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মেকআপ আর্টিস্ট জাহিদ খানের জন্মদিন আজ। এ উপলক্ষে প্রতিবারের মতো এবার বড়ভাবে কোন আয়োজন না থাকলেও ঘরোয়া ভাবে তার জন্মদিন সেলিব্রেশন করা হয়েছে বলে জাহিদ খান জানিয়েছেন।
তিনি বলেন, জন্মদিনের দিনটিতে সবার কাছে আমার ও আমার পরিবারের সকলের জন্য দোয়া চাই। আমি যেন আগামীতে মেকআপ আর্টিস্ট হিসেবে কেবল দেশেই নয়, দেশের বাইরেও নিজেকে ও নিজের কাজকে সকলের নিকট তুলে ধরতে পারি।
প্রসঙ্গত, ব্রাইডাল মেকআপকে জাহিদ খান নিয়ে গিয়েছেন আন্তর্জাতিক পর্যায়ে। ফলশ্রুত তার কাজের স্বীকৃতিস্বরূপ বেশ কয়েকটি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি। এগুলোর মধ্যে অন্যতম- ভারতে ‘পঞ্চকবি সম্মাননা-২০১৮’-তে বাংলাদেশ থেকে ‘সেরা মেকআপ আর্টিস্ট’-এর সম্মাননা, মুম্বাইয়ে ‘বেস্ট এন্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’, থাইল্যান্ডের ব্যাংককে ‘মিলেনিয়াম ব্রিলিয়েন্স অ্যাওয়ার্ড-২০১৯’ প্রভৃতি।
প্রসঙ্গত, ছোটবেলা থেকেই সৃষ্টিশীল কাজের প্রতি জাহিদ খানের ছিল দারুণ রকম আগ্রহ। এই আগ্রহ থেকেই ব্রাইডাল মেকআপের সঙ্গে নিজেকে জড়িয়ে ফেলেন। এক্ষেত্রেও প্রতিবন্ধকতা ছিল অনেক। একজন ছেলে হয়ে কনেকে বিয়ের সাজে সাজাচ্ছেন সেটি অনেকের কাছেই পছন্দনীয় ছিল না। কিন্তু জাহিদ খানের অদম্য সাধনায় একসময় সকলেই মানতে বাধ্য হয় যে তার হাতে আসলেই জাদু আছে। আর সেই জাদুর স্পর্শেই তিনি অনিন্দ্য সুন্দর করে একজন কনেকে সাজান। তার এই জাদুর স্পর্শের কথা এখন পুরো দেশ ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গেছেন।
আর তাই গত বছর মুম্বাইয়ে ‘বেস্ট এন্ড মোস্ট রিনাউন্ড মেকআপ আর্টিস্ট ইন বাংলাদেশ’ হিসেবে ‘গ্লোবাল বিজনেস অ্যাওয়ার্ড’ জাহিদ খানের হাতে তুলে দেবার সময় বলিউড নায়িকা মাধুরী দীক্ষিতও তার কাজের ভূয়সী প্রশংসা করে তার কাছে ব্রাইডাল মেকআপের নানা কিছু জানতে চান।
