
বিনোদন প্রতিবেদক
প্রযোজনা প্রতিষ্ঠান এস নূর মাল্টিমিডিয়ার ব্যানারে ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে প্রকাশ পেতে যাচ্ছে নতুন মিউজিক্যাল ফিল্ম ‘ভালোবাসায় ছুঁয়ে দিলাম’।
নির্ঝর চৌধুরী ও দুনিয়ার গাওয়া এই গানের মিউজিক্যাল ফিল্মটিতে অভিনয় করেছেন চিত্রনায়াক আমান রেজা ও চিত্রনায়িকা সাচিনুর ।
রোমান্টিক ঘরানার দারুণ এই গানটির চিত্রধারণ হয়েছে ঢাকার বাইরে বিভিন্ন শুটিং লোকেশনে। মিউজিক্যাল ফিল্মটি পরিচালনা করেছেন মিনহাজ কিবরিয়া ৷
চিত্রনায়িকা সাচীনূর বললেন, “গানটি নিয়ে আমি বেশ আশাবাদী ৷ অনেক ভালো গেয়েছেন নির্ঝর চৌধুরী ও দুনিয়া৷ গানটি আমার নিজস্ব প্রোডাকশন হাউস এস নূর মাল্টিমিডিয়া থেকে বাজারে আসবে ৷ “
চিত্রনায়ক আমান রেজা বলেন, “গানটি অনেক রোমান্টিক ৷ আমরা চেষ্টা কররেছি ভালো কিছু উপহার দিতে ৷ আশা করছি সবার ভালো লাগবে” ৷
