Friday, April 19

উপজেলা চেয়ারম্যানের বহিষ্কার চাইলেন ছয় ইউপি চেয়ারম্যান

এডিবির প্রজেক্টের বরাদ্দ নিয়ে বৈঠকে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে অসদাচরণের অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে।মঙ্গলবার বিকেলে আশুগঞ্জ উপজেলা পরিষদ কমপ্লেক্সের কনফারেন্স রুমে এ ঘটনা ঘটে।এ ঘটনায় আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সির বহিষ্কার চেয়ে প্রতিবাদ সভা করেছেন ছয় ইউনিয়নের চেয়ারম্যান।গতকাল মঙ্গলবার রাত আটটার দিকে উপজেলার আড়াইসিধা ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।আড়াইসিধা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিমের সভাপতিত্বে বক্তব্য রাখেন, আশুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন, তালশহর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সামা, দুর্গাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউল করিম খান সাজু, শরীফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফ উদ্দিন চৌধুরী, তারুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইদ্রিস হাসান ও চরচারতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নাছিমা আক্তার প্রমুখ।সভায় বক্তারা বলেন,  উপজেলা বহিষ্কার না করা পর্যন্ত উপজেলা পরিষদের কোনও কার্যক্রমে অংশগ্রহণ করব না।এ ব্যাপারে আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি আরটিভি অনলাইনকে বলেন, বৈঠকে চেয়ারম্যানদের সঙ্গে কোনও অসদাচরণ করা হয়নি। বরাদ্দের বিষয়ে আইনে যা আছে তাই হবে বলে আমি জানিয়েছি।

Leave a Reply