Tuesday, September 10

নতুন ছবিতে মিম

51822_mimবিদ্যা সিনহা মিম ও ইরফান সাজ্জাদ অভিনীত ‘ভালোবাসা এমনই হয়’ ছবিটি মুক্তি পেয়েছে। ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় এ ছবিটি পরিচালনা করেন তানিয়া আহমেদ। এ ছবির পরই নতুন ছবিতে কাজের প্রস্তাব পেলেন মিম। জনপ্রিয় পরিচালক মনতাজুর রহমান আকবরের নতুন ছবি ‘দুলাভাই জিন্দাবাদ’-এ বুধবার চুক্তিবদ্ধ হন এই অভিনেত্রী। ছবিতে তার বিপরীতে কাজ করবেন বাপ্পি চৌধুরী। ছবির পরিচালক মনতাজুর রহমান আকবর বলেন, মিমকে ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে। একটি গ্রামের মেয়ের চরিত্রে দর্শক তাকে দেখতে পাবেন। ভিন্ন রকম একটি চরিত্র। আমার বিশ্বাস, মিমকে দর্শক এ চরিত্রে গ্রহণ করবেন। ১৬ই ফেব্রুয়ারি থেকে সাভারের ফাহিম শুটিং স্পটে ছবিটির কাজ শুরু করবো। এদিকে নতুন বছরে ছবিতে চুক্তিবদ্ধ হয়ে দারুণ খুশি মিম। তিনি বলেন, এ ছবিতে আমার চরিত্রের নাম যমুনা। বেশ চ্যালেঞ্জিং একটি চরিত্র। ভালোভাবে কাজটি শেষ করতে চাই। এটাই আকবর ভাইয়ের সঙ্গে আমার প্রথম কাজ। রাজেশ ফিল্মসের ব্যানারে ‘দুলাভাই জিন্দাবাদ’ ছবিতে অন্যতম প্রধান একটি চরিত্রে অভিনয় করবেন মৌসুমী। তাকে একজন প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। অটিস্টিক ভাই ও একমাত্র বোনকে নিয়ে জীবনযুদ্ধে লড়াইয়ের একটি গল্প পর্দায় দেখানো হবে। ছবিটিতে মৌসুমীর স্বামীর চরিত্রে অভিনয় করবেন খল চরিত্রাভিনেতা ডিপজল। এ ছবিতে আরো বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিশা সওদাগর , নাদির খান ও আহমেদ শরীফ। এদিকে মিম তারেক শিকদার পরিচালিত ‘দাগ’ নামে একটি ছবিতেও কাজ করেছেন। এ ছবির গানের কাজ শুধু বাকি রয়েছে। ছবিটিতে একজন চিত্রশিল্পীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে। উল্লেখ্য, মিম বর্তমানে চলচ্চিত্রেই বেশি সময় দিচ্ছেন। বিশেষ দিবসের নাটকে মাঝে মাঝে কাজ করেন তিনি। আসছে ভালোবাসা দিবসের জন্য মাবরুর রশীদ বান্নাহর পরিচালনায় ‘তোমার পিছু পিছু’ শিরোনামের একটি নাটকে অভিনয় করেছেন তিনি। এখানে তার বিপরীতে অভিনয় করেছেন তাহসান। ১৪ই ফেব্রুয়ারি বাংলাভিশনে এ নাটকটি প্রচার হবে।

Leave a Reply