Friday, December 20

সাবেক ছাত্রলীগ নেতা হাসপাতাল থেকে উধাও!

ঢাকার পিজি হাসতাল থেকে ভর্তীরত সাবেক ছাত্রলীগ নেতা (সাবেক সহ-সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ,ঢাকা মহানগর দক্ষিন) মাজহারুল ইসলাম (৩৫) এবং তার সাথে থাকা ছোট ভাই মোঃ শাওন (২০) নামের এই দুইজনকে ২০/০২/২০২০ রাত আনুমানিক ১১.৩০ থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এমতাবস্থায় হাসপাতালে ঐ ওয়ার্ডে দায়িত্বরত নার্সকে জানালে নার্স রোগিকে আসে পাশে খুঁজে দেখতে বলেন।রোগির আত্মীয় স্বজনরা হাসপাতালে একাধিকবার খোঁজাখুঁজির পর রোগীকে পায়নি, রোগীর এবং তার সাথে থাকা সেই ছোট ভাই তাদের দুজনেরই মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

রোগীর আত্মীয় স্বজনের ভাষ্য অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষ তেমন কোন পদক্ষেপ এখনো পর্যন্ত গ্রহণ করেনি ।

এমতাবস্থায় স্বদেশ নিউজ 24 ডট কমের টিম সেখানে পৌঁছালে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের পক্ষ থেকে সকল ধরনের পদক্ষেপ নেয়ার কথা জানায়।

কিন্তু রোগীর স্বজনরা বলছে এখনও পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেনি।

স্বদেশ নিউজ 24 ডট কম সেখানের কর্তব্যরত চিকিৎসকের সাথে কথা বললে চিকিৎসক জানায় তারা তাদের পক্ষ থেকে সকল ধরনের পর্যবেক্ষণ করছে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করেছেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত স্বজনরা শাহবাগ থানায় বিস্তারিত জানানোর পর শাহবাগ থানা পুলিশ ব্যাপারটি খতিয়ে দেখছেন বলে স্বদেশ নিউজ 24 ডট কম কে জানিয়েছেন।

Leave a Reply