Sunday, December 21

প্রকাশিত হলো পাগল সানির নতুন গানের ভিডিও

প্রকাশিত হলো কণ্ঠশিল্পী এবং সাংবাদিক সানি আজাদের নতুন বছরের প্রথম গান ‘আমার যেদিন মরণ হবে’। গতবছর অনেকগুলো গান প্রকাশ হয় এই কন্ঠশিল্পীর। এর মধ্যে ‘দুই জীবন’ এবং ‘আধাঁর’ শিরোনামের গান দুটি বেশ আলোচনায় ছিল। নতুন এই গানটির সুর ও কথা লিখেছেন কণ্ঠশিল্পী মাসুম ও মিউজিক করেছেন আহমেদ সজিব। স¤প্রতি গানটির মিউজিক ভিডিওর শুটিং সম্পন্ন হয় মুন্সীগঞ্জের বিভিন্ন লোকেশনে। আর এর মাধ্যমে অনেকদিন পর নিজের গানে নিজেই মডেলিং করলেন সানি। এতে তার সহ-মডেল হিসেবে কাজ করেছেন স্নেহা, নিলয় ও জাহিদ। গানটির মিউজিক ভিডিও নির্মাণ করেছে ‘সিডি চয়েস মিউজিক’ টিম। গানটি নিয়ে সানি বলেন, এটি আমার নতুন বছরের প্রথম গান। গানের কথাগুলো খুবই সুন্দর। আমার বিশ্বাস, গানটি সবার ভালো লাগবে। গানটিতে আমি পাগল চরিত্রে পারফর্ম করেছি। অচিরইে গানটি ‘সিডি চয়েস মিউজিক’ থেকে প্রকাশ পেয়েছে। ধন্যবাদ সিডি চয়েসের কর্ণধার এমদাদ সুমন ভাইকে। স্নেহা বলেন, সানি ভাইয়ার সাথে আমার প্রথম কাজ। সানি ভাই অনেক ভালো অভিনয় করেন। তাছাড়া গানটিও চমৎকার, অনেক ভালো গেয়েছেন। আশা করছি সবার ভালো লাগবে। এমন একটি সুন্দর কাজ করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

প্রকাশিত হলো পাগল সানির নতুন গানের ভিডিও

https://www.youtube.com/watch?v=CQGdl-q4qck

Leave a Reply