
ভারত ‘এ’ দলের বিপক্ষে দুইদিনের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের ব্যাটসম্যানদের অবস্থা ছিল ত্রাহিত্রাহি। ৮ উইকেটে ২২৪ রান তুলে ইনিংস ঘোষণা করে তারা। জবাবে গতকাল প্রথম দিন ১ উইকেটে ৯১ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে ভারত ‘এ’ দল। অভিনব মুকুন্দকে ১৬ রানে ফেরান শুভশিস রায়। আর আজ বাংলাদেশি বোলারদের কোনো পাত্তাই দিচ্ছেনা ভারতের তরুণ ব্যাটসম্যানরা। ২ উইকেটে ২১২ রান তুলে ফেলেছে তারা। আজ শ্রেয়াস আইয়ার ১০০ রান করে রিটায়ার্ড আউট হয়ে ফিরে গেছেন। বাংলাদেশের বোলার নয় বরং অন্য ব্যাটসম্যানদের সুযোগ করে দেয়ার জন্য তিনি ফিরে গেছেন। উদ্বোধনী ব্যাটসম্যান কিরিত পঞ্চাল ৮৭ রানে অপরাজিত। বাংলাদেশি বোলারদের ভোতা করে দিচ্ছে তারা। দিনের খেলা এখনো ৬৭ ওভার বাকি।