Friday, April 26

বাংলাভিশনে ‘চায়না মিডিয়া গ্রুপ টু বাংলাদেশ’

বিনোদন প্রতিবেদক
চীনের সর্ববৃহৎ জাতীয় গণমাধ্যম চায়না মিডিয়া গ্রুপ এবং বাংলাভিশনের যৌথ উদ্যোগে নির্মিত বিশেষ অনুষ্ঠান ‘সিএমজি টু বাংলাদেশ’-এর দ্বিতীয় পর্ব বাংলাভিশনে প্রচার হবে ২৯ ফেব্রুয়ারি, শনিবার বিকেল ৫টা ৫০মিনিটে। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে গত ২৪ ফেব্রুয়ারি বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে। এ পর্বের বিষয় ‘বাংলা সাহিত্যচর্চায় চীনা জীবন, সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের পরিস্ফুটন।’

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘আমার দেখা নয়াচীন’সহ বাঙালি লেখকদের অভিজ্ঞতায় চীনা সমাজ, জীবন, সংস্কৃতি, ঐতিহ্য, ইতিহাস ইত্যাদি বিষয় বাংলা ভাষায় কীভাবে চিত্রিত হয়েছে। এপর্বে তারই বিস্তারিত পর্যালোচনা রয়েছে।

শান্তা মারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানটিতে অংশ নিয়েছেন ছয়জন বিশিষ্ট লেখক। দর্শকসারিতে উপস্থিত ছিলেন ঢাকায় চাইনিজ ল্যাংগুয়েজ কোর্সের অধ্যয়নকারীগণ।

Leave a Reply