Friday, April 19

মা মেয়ের যৌথ কবিতার বই “আলোর মানুষ তুমি”

সাহিত্য ডেস্ক
কবি রোকেয়া আকতার আর তাঁর দুই মেয়ে তানিয়া ফরাজী আর মনি পাহাড়ী। বহুবছর ধরে লেখালেখি করলেও এতদিন কোনো বই প্রকাশিত হয়নি। যদিও বিভিন্ন পত্রিকায় নানা সময়ে তাঁদের কবিতা ছেপেছে। তবে সম্প্রতি শেষ হওয়া অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয় মা মেয়ে তিন জনের যৌথ কবিতার বই “আলোর মানুষ তুমি”। বইটি একই সঙ্গে চট্টগ্রাম বইমেলাতেও বিক্রি হয়। উভয় বইমেলাতেই বইটি দারুণ পাঠকপ্রিয়তা পেয়েছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে, মনি পাহাড়ী বলেন, “রাঙ্গামাটি বইমেলায় মোড়ক উন্মোচন করা হয় বইটির। প্রথম দিন থেকেই বইটির বিষয়ে পাঠকের ব্যাপক সাড়া পাওয়া গেছে যেটা সত্যিই প্রত্যাশার অধিক।”
কবি রোকেয়া আকতার একজন স্বভাব কবি। ছন্দময় রোমান্টিকতা তাঁর লেখার বৈশিষ্ট্য। তানিয়া ফরাজীর লেখায় সাম্যবাদী সমাজের স্বপ্ন দৃষ্ট হয়। মনি পাহাড়ীর লেখায় সম্পর্কের টানাপোড়েন আর শিশুতোষ বিষয় স্থান পেয়েছে গদ্য পদ্য কবিতায়।। অক্ষরবৃত্ত প্রকাশনীর এ বইটি সম্পাদনা করেছেন কবি রেজাউল করিম।

Leave a Reply