Tuesday, May 6

১৮ এপ্রিল ওমেন্স পাওয়ার গ্রুপের গ্রান্ড জিটুজি

সম্পাদনায়-সাইমুর রহমান: ১৮ এপ্রিল ২০২০ ইং নারী উদ্যোক্তাদের নিয়ে ওমেন্স পাওয়ার গ্রুপের জিটুজি অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই গ্রুপ এর এডমিন সাদিয়া বলেন- অনুষ্ঠান চলবে দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। যা যা থাকছে প্রোগ্রামে:- ওয়েলকাম গিফট,একটিভ মেম্বার গিফট, রেফেল ড্র গিফট, ফ্রি মেহেদী, আনলিমিটেড ফোটোগ্রাফি, ওয়েলকাম ড্রিঙ্কস, ফুড, ডেজার্ট, কেক কাটিং। আমার প্যানেলে এর অ্যাডমিন,মডারেটর অনেক হেল্পফুল সাথে এবারে স্পন্সর আপুগুলো অনেক সাপোর্টিভ এবং ক্রিয়েটিভ তাই তাঁদের জন্য ভালো কিছু করতে চাই আমরা পরিবার হয়ে প্রোগ্রামটা করবো তাই সকলের সহযোগিতা একান্ত কাম্য! অনুষ্ঠানে মিডিয়া পার্টনার থাকছে আরজে সাইমুর পরিচালিত স্বদেশ নিউজ২৪.কম, রেডিও স্বদেশ ও স্বদেশ.টিভি।

আমরা একদিনের জন্য আমাদের ব্যস্ততাগুলো ভুলে সুন্দর কিছু সময় আমরা অনেকগুলা বোন একসাথে কাটাবো! আমাদের গ্রুপের মেম্বার, স্পন্সরদের সহযোগীতা ছাড়া এই মিলন মেলা আয়োজন করা সম্ভব হতো না। আমরা আশা করছি ১৮ এপ্রিল নারীদের এই মহা মিলন মেলা স্মরনীয় ও সফল হবে। এতে আগামীতে আরো নতুন নারী উদ্যোক্তারা অনুপ্রানিত হবেন।

এখনো যারা জিটুজি এ স্পন্সর করতে আগ্রহী তারা এডমিন সাদিয়ার সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Leave a Reply