
কুড়িগ্রামে বাংলা ট্রিবিউনের সাংবাদিককে মধ্যরাতে বাসা থেকে ধরে নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে কারাদণ্ড ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছেন নরসিংদীর সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ।সোমবার সকালে নরসিংদী প্রেসক্লাবের সামনে জেলার সর্বস্তরের সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।এ মানববন্ধনে সাংবাদিক নেতৃবৃন্দ অভিযুক্ত জেলা প্রশাসক সুলতানা পারভীনকে প্রত্যাহার ও বিভাগীয় মামলাই নয় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধনে জেলার সর্বস্তরের সাংবাদিকসহ সুশীল সমাজের লোকজন অংশ নেয়।মানববন্ধনে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি মোর্শেদ শাহরিয়ার, প্রবীণ সংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুরুল ইসলাম,সাংবাদিক হলধর দাস, চ্যানেল-২৪ এর স্টাফ রিপোর্টার সঞ্জিত সাহা, বাংলা ট্রিবিউনের সাংবাদিক আসাদুজ্জামান রিপন, দৈনিক জনতার কামরুল ইসলাম কামাল, আমরা নরসিংদদীবাসী সংগঠনের সাধারণ সম্পাদক তৌকির আহাম্মেদসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।এ সময় বক্তারা বলেন, ব্যক্তিগত আক্রোশ ও ষড়যন্ত্রমূলকভাবে সাংবাদিকদের গ্রেপ্তার ও নির্যাতন স্বাধীন গণমাধ্যমের জন্য বড় হুমকি। সত্য প্রকাশে বদ্ধপরিকর সাংবাদিকরা। কিন্তু আমলারা তা ভুলে যায়। দেশের কল্যাণে সত্য, ন্যায়নিষ্টসহ বিভিন্ন অনিয়ম দুর্নীতির খবর জনগণের সামনে তুলে ধরাই সাংবাদিকদের কাজ। সত্য প্রকাশ করে একজন ডিসির রোষানলে পরতে হবে তা মানা যায় না। তাই কুড়িগ্রাম ডিসি সুলতানা পারভীনকে প্রত্যাহার ও বিভাগীয় মামলাই যেন শেষ না হয় তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
