ভারত সফরের একমাত্র টেস্টটি শেষ হতে না হতেই এবার শরু হচ্ছে শ্রীলংকা সিরিজ। এরপর শরু হবে দক্ষিণ অফ্রিকা সিরিজ। সামনের ৪ টি সিরিজের চূড়ান্ত সময়সূচী দেখে নিন। কে কোথায় কোন মাঠে কখন শুরু হবে ম্যাচগুলো।
এবছর বাংলাদেশ ৭-৮ টি সিরিজ খেলবে। তার মধ্যে ৩ টি সিরিজের চূড়ান্ত সময়সুচি পাওয়া গেছে। দেখে নিন কবে কোন দলের বিপক্ষে খেলবে টাইগাররা।
ভারত সফরঃ
একমাত্র টেস্টঃ ৯-১৩ ফেব্রুয়ারী হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে
এর পরই মার্চে শ্রীলঙ্কায় উড়াল দিবে টাইগাররা। শ্রীলঙ্কায় ২টি টেস্ট ও টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে খেলবে বাংলাদেশ।
ফলাফল: ভারত ২০৮ রানে জয়ি।
বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের সফরসূচি
ফরম্যাট তারিখ ভেন্যু
প্রথম টেস্ট ৭-১১ মার্চ গল
দ্বিতীয় টেস্ট ১৫-১৯ মার্চ পি.সারা ওভাল
প্রথম ওয়ানডে ২৫ মার্চ হাম্বানতোতা
দ্বিতীয় ওয়ানডে ২৯ মার্চ ডাম্বুলা
তৃতীয় ওয়ানডে ১ এপ্রিল ডাম্বুলা
প্রথম টি-টোয়েন্টি ৫ এপ্রিল কলম্বো
দ্বিতীয় টি-টোয়েন্টি ৮ এপ্রিল কলম্বো
ইংল্যান্ডে জুনের ১ তারিখ থেকে শুরু হবে ক্রিকেটের অন্যতম সেরা আসর আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। অংশগ্রহণ করবে আইসিসি র্যাঙ্কিংয়ের প্রথম ৮টি দল।
বাংলাদেশ এবং ইংল্যান্ডের ম্যাচ দিয়ে উদ্বোধন হবে ২০১৭ আসরের। প্রথমবারের মতো এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে বাংলাদেশ। ইতিমধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির চূড়ান্ত সুচি প্রকাশ করেছে আইসিসি।
এক নজরে দেখে নিন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৭-এ বাংলাদেশের সিডিউল:
দীর্ঘ ৯ বছর পর দক্ষিণ আফ্রিকায় আতিথ্য পাবেন টাইগাররা। আগামী বছরে ঘরের মাঠে বেশি সিরিজ খেলতে চায় দক্ষিণ আফ্রিকা।
বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের চূড়ান্ত সূচি এক নজরে :
সেপ্টেম্বর ২১-২৩: তিনদিনের প্রস্তুতি ম্যাচ
সেপ্টেম্বর ২৮-অক্টোবর ২: প্রথম টেস্ট, পচেফস্ট্রুম
অক্টোবর ৬-১০: দ্বিতীয় টেস্ট, ব্লোয়েমফন্টেইন
অক্টোবর ১২: প্রস্তুতি ম্যাচ
অক্টোবর ১৫: প্রথম ওয়ানডে, কিম্বারলি
অক্টোবর ১৮: দ্বিতীয় ওয়ানডে, পার্ল
অক্টোবর ২২: তৃতীয় ওয়ানডে, ইস্ট লন্ডন
অক্টোবর ২৬: প্রথম টি-টোয়েন্টি, ব্লোয়েমফন্টেইন
অক্টোবর ২৯: দ্বিতীয় টি-টোয়েন্টি, পচেফস্ট্রুম