Thursday, January 2

এবার ফুটবলে আসছেন উসাইন বোল্ট!

53636_boltএবার ফুটবলে আসছেন জ্যামাইকান গতিমানব উসাইন বোল্ট। সর্বকালের সেরা স্প্রিন্টার ক্রিকেট ও ফুটবল খেলা দারুণ পছন্দ করেন। ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত তিনি। চলতি বছরেই স্প্রিন্ট থেকে অবসর নিবেন বলে আগেই জানিয়েছেন বোল্ট। আর অবসরের পর পেশাদার ফুটবল খেলবেন বলে এবার জানালেন তিনি। পেশাদার ফুটবলে তিনি ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার ওয়েইন রুনির মতোই ভাল ফুটবল খেলবেন বলেও আশা করলেন। ফুটবলার হওয়ার লক্ষ্যে জার্মানির ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলন করতে যাচ্ছেন তিনি। ক্লাবের সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে এক সপ্তাহ অনুশীলন করবেন বোল্ট। নিজের অনুশীলন ও ফুটবলার হওয়ার পরিকল্পনা নিয়ে বোল্ট বলেন, ‘আমি জীবনে অনেক কিছু হতে চাই। তবে এখনো জানি না- নতুন করে কী শুরু করবো। তবে অবসরের পর আপাতত কিছুদিন রিল্যাক্স থাকতে চাই।’ ৩০ বছর বয়সী এ তারকা আরো বলেন, ‘আমি সবসময় ফুটবলার হতে চাইতাম। এখন তারই পথে আছি। সামনে কী ঘটে তারজন্য অপেক্ষা করুন। আমি ডর্টমুন্ডের খেলোয়াড়দের সঙ্গে অনুশীলনের সুযোগ পেয়েছি। আমি তাদের সঙ্গে এক সপ্তাহ কাটানোর সুযোগ পাচ্ছি। তাদের সঙ্গে অনুশীলন করে নিজেকে বুঝবো।’ স্প্রিন্টে রেকর্ড সোনাজয়ী এ তারকা বলেন, ‘ফুটবলে আমি নিজেকে যাচাই করতে চাই। এর আগে শুধু বন্ধুদের সঙ্গে ফুটবল খেলেছি। তাতে মনে হয়েছে, আমি ভাল ফুটবল খেলি। বন্ধুরাও এ স্বীকৃতি দেয়। অনুশীলনে কিছু বিষয়ে কাজ করতে চাই।’ নিজের ফুটবল দক্ষতা নিয়ে তিনি আরো বলেন, ‘বলছি না যে, আমি বিশ্বের সেরা ফুটবলার হতে যাচ্ছি। তবে ভাল ফুটবল খেলবো এটা বলতে পারি। সম্ভবত ওয়েইন রুনির পর্যায়ের ফুটবল খেলতে পারবো। আমি কী বলতে চাইছি তা আপনারা বুঝতে পারছেন।’

 

Leave a Reply