Friday, May 23

অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করেছে “সিলভীয়া এন্টারপ্রাইজ”

অনলাইন কেনাকাটায় নতুন মাত্রা যোগ করতে
আমরা নিয়ে এসেছি এক অনন্য বাহারের মেলার আয়োজন সিলভীয়া এন্টারপ্রাইজ। স্বদেশ কন্ঠ সম্পাদক আরজে সাইমুর রহমানের সাথে সিলভীয়া এন্টারপ্রাইজ এর কর্ণধার নাশিতা রহমান সিলভীয়ার সাথে তার এই বিজনেস পেজ নিয়ে একান্ত আলাপন হয়। তিনি তার বিজনেস সম্পকে বলেন-
যেখানে আপনি পাচ্ছেন হরেক রকমের গয়না থেকে শুরু করে সকল কিছু।
ভরসার কথা ভাবছেন?
আমরাই সবচেয়ে বিশ্বস্ত বিক্রেতা।
একবার কিনেই দেখুন না, ধারনা টা বদলে যাবে।
বাংলাদেশের সবচেয়ে আকর্ষনীয় ও সাধ্যের মধ্যে পন্য পাবেন আমাদের কাছে।
তবে আর দেরী কেন?
ঘুরে আসুন আমাদের পেইজে আর কিনে ফেলুন পছন্দের জিনিসটি।
আরো পন্য দেখতে এলবামটিতে ক্লিক করুন।
পন্যের পেজ থেকে আমাদের মেসেজ দিন।
আমরা খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো।
পন্যের সকল তথ্য পাবেন ওখানেই।
পছন্দসই জিনিসগুলো স্টক এ না থাকলে আমাদের মেসেজ করে প্রি অর্ডার করুন কিংবা আপনার পছন্দের কোন কিছু থাকলে বলুন।
আমরা তা আপনার হাতে পৌছে দিবো।

প্রি অর্ডার পন্য গুলো হাতে কবে পাবেন,কিভাবে পাবেন সকল তথ্য পাবেন আমাদের মেসেজিং সেবায়।

অর্ডার করতে মেসেজ করুন আমাদের, সাথে দিন প্রোডাক্ট কোড অথবা ছবি।
দ্রুত ডেলাভারী নিশ্চিত করি আমরা।
পেজ লিংক – https://www.facebook.com/Silviaenterprise/

Leave a Reply