Friday, May 23

পূজার বিশেষ কালেকশন নিয়ে “দ্যা চমক”

লাইফস্টাইল ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
মঞ্চু টিভি এবং সিনেমাটির মাধ্যমে এই প্রজন্মের অভিনেত্রী চমক তার সরব উপস্থিতি রয়েছে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাও নিয়মিত করছেন চমক। পড়াশোনা অভিনয়ের পাশাপাশি তিনি অন্য পেশায় নিজেকে যুক্ত করার জন্যই তিনি গত 2 সেপ্টেম্বর দ্যা চমক নিয়ে যাত্রা শুরু করেছেন। তিনি এখন অভিনেত্রী থেকে হয়েছেন একজন তরুণ নারী উদ্যোক্তা। তারই ধারাবাহিকতায় সৃষ্টি হয়েছে দ্যা চমক ফ্যাশন হাউজের। দ্যা চমক কে তিনি একটি ফ্যাশন ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠা করতে চান। আর তারই ধারাবাহিকতায় পুজোর বিশেষ ফটোশুট নিয়ে হাজির হয়েছেন দা চমক ফ্যাশন হাউজ।

 

স্বদেশ কন্ঠ সম্পাদক সাইমুর রহমানের সাথে আলাপনে তিনি জানান প্রত্যেক অকেশন উৎসবেই দ্যা চমক ফ্যাশন হাউস নতুন কালেকশন নিয়ে হাজির হয়ে যাবে আর সামনে দূর্গোপূজো তাই নতুন কালেকশন নিয়েই এই ফটো শুট। পুজোর বিশেষ আয়োজনে চমক ফ্যাশনের কালারফুল কিছু কালেকশন আমরাই পূজা আমাদের ক্রেতাদের উপহার দিতে এই আয়োজন। পূজোর এই আয়োজনে চমক হাসানের কালারফুল শাড়িগুলো আমি নিজে মডেল সহ মডেল ছিল আমার ছোট বোন রাত্রি, দিশা, লাভভি ও কেয়া! ফটোশুটের চমৎকার আয়োজন অরগানাইজ করেছেন বিডি মিজু এবং মিডিয়া পার্টনার আরজে সাইমুর রহমান ভাইয়া পরিচালিত স্বদেশ নিউজ24.কম ও স্বদেশ টিভি। মেকওভার বাই লাভলি মেকওভার!
চমৎকার একটি কাজ হয়েছে আশা করছি এই কালেকশন গুলো সবার কাছে ভালো লাগবে এবং এই ফটোশুট ছিল একটা টিম ওয়ার্ক!

Leave a Reply