
লাইফ স্টাইল ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর:
মডেল-দিশা, শাড়ি- দ্যা চমক ফ্যাশন!
শিশু শিল্পী দিশা মনি ছোটবেলা থেকেই কাজ করছে, বিভিন্ন হাউজের ফটোশুটে শিশুশিল্পি হিসেবে কাজ করেছে! ইতিমধ্যে দিশা সব তারকাদের সাথে কাজ করে নিজেই একজন উঠতি তারকা শিশুশিল্পী হয়ে যাচ্ছেন! দিশা টিভিসি, ওভিসি, শটফিল্ম, নাটক, সিনেমাতে কায করেছে, সম্প্রতি দূর্গোপূজো নতুন কালেকশন নিয়েই এই ফটো শুট। পুজোর বিশেষ আয়োজনে চমক ফ্যাশনের কালারফুল কিছু কালেকশন এর শাড়ির শুট করেছে দিশা। পূজোর এই আয়োজনে চমক ফ্যাশনের কালারফুল শাড়িগুলো দিশা মডেল হিসেবে কাজ করেছে আরব সহ মডেল ছিল চিত্রনায়িকা চমক, রাত্রি , লাভলি ও কেয়া! ফটোশুটের চমৎকার আয়োজনে মিডিয়া পার্টনার আরজে সাইমুর রহমান পরিচালিত স্বদেশ নিউজ24.কম ও স্বদেশ টিভি। মেকওভার বাই লাভলি মেকওভার!
চমৎকার একটি কাজ হয়েছে আশা করছি এই কালেকশন গুলো সবার কাছে ভালো লাগবে এবং এই ফটোশুট ছিল একটা টিম ওয়ার্ক!