Sunday, December 21

সাংবাদিক রিমন দেবনাথের পিতা শ্রী কুমুদ দেবনাথ আর নেই

ব্রাহ্মণবাড়িয়া শহর স্বেচ্ছাসেবক লীগের কার্যকরী কমিটির সদস্য, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংবাদিক রিমন দেবনাথের পিতা শ্রী কুমুদ দেবনাথ আর নেই।

দীর্ঘদিন রাজধানীর সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজে লাইফ সাপোর্টে ছিলেন। তার শারীরিক অবস্থার কোনো উন্নতি না হওয়ায় ২৩ ডিসেম্বর তার লাইফ সাপোর্ট খুলে দেয়া হয় এবং মৃত ঘোষণা করা হয়।

প্রয়াত কুমুদ দেবনাথ-এর  জন্মস্থান ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিকভাবে সৎকার করা হয়েছে বলে জানিয়েছেন তার ছেলে সাংবাদিক রিমন দেবনাথ।

তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার পূজা উদযাপন পরিষদ এর সহ-সভাপতি এবং কর্মাশিয়াল আর্টিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।

Leave a Reply