
স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
এবার নাটকে ছেলে ও মেয়ের কন্ঠে একসাথে গাইলেন পাবেল।
নাটকের নাম : শিল্পী
অভিনয় শিল্পী : আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী
পরিচালক : মহিদুল মহিম
গানের নাম : বুক চিন চিন করছে
গানের মূল শিল্পী : এন্ড্রু কিশোর ও ডলি সায়ন্তনী
গানের নাম : বিধি তুমি বলে দাও
গানের মূল শিল্পী : এন্ড্রু কিশোর, কনক চাপা ও বিপ্লব
কভার শিল্পী : জাহেদ পারভেজ পাবেল
সংগীত : আভরাল সাহির
প্রকাশ পাবে আরটিভি তে ১৫ তারিখ ও সিএমভি এর ইউটিউব চ্যানেলে ১৮ তারিখ এর আগে যেসব নাটকে গাওয়া হয়েছে : ‘আনোয়ার দ্যা প্রোডাকশন বয়’, ‘Mr. পরিবর্তনশীল’, ‘ইনসিকিউরিটি’, ‘সাইড ইফেক্ট’। সবগুলোর পরিচালক মহিদুল মহিম এবং সবগুলো নাটকই খুব জনপ্রিয়তা পায়। এর মধ্যে ‘শেষ চাওয়া’ ও ‘প্রথম দেখা’ গানগুলো সবাই অনেক পছন্দ করেছে।
আরো বেশকিছু নাটকে কন্ঠ দেয়া হয়েছে যেগুলো সামনে আসবে। স্বদেশ কন্ঠকে পাবেল জানান-মেয়ের কন্ঠ করে ফোনে পরিচিত অনেকের সাথে মজা নিলেও প্রথমবারের মত এই নাটকের ২টা গান(কভার) ছেলে ও মেয়ের কন্ঠে একসাথে গাইলাম। অনেক মজার একটা অভিজ্ঞতা হলো।
