Monday, December 15

আসছে দ্যুলোকের ২য় মৌলিক গান বিষাদ

খুব শীঘ্রই পূর্নাঙ্গ মিউজিক ভিডিও সহ গানটি রিলিজ হবে।মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করেছেন মনিপুরী দুই উদীয়মান তারকা বিকাশ হিজম ও বেমবেম। গানটির কথা ও সুর ব্যান্ডের ফাউন্ডার সিকদার বাসুদেব এবং সংগীত আয়োজনে ছিলো পুরো ব্যান্ড।তাছাড়া ব্যান্ডের অন্যান্য সদস্যরা হলেন অন্তু দাস,ভাস্কর গোপ, দেবাশীষ বনিক,মাসুদ খান। দেশের বিভিন্ন প্রান্তেও দ্যুলোক কনসার্ট করে বেড়ান।এমনকি দেশের বাইরে কলকাতায় রয়েছে তাদের পরিচিতি ।অর্জন করেছেন ইউটিউব এর সিল্ভার বাটনও।বিষাদের মিউজিক ভিডিও র্নিমাণ করেছেন র্নিমাতা নাজমুল ইসলাম। চিত্রগ্রাহক ছিলেন মাইনুল ইসলাম।সিলেট,শ্রীমঙ্গল, মৌলভীবাজারে টানা ৫ দিন শ্যুট হয়েছে গানটির।এখন পোষ্ট প্রোডাকশন এর কাজ শেষ হলেই গানটি তাদের নিজস্ব ইউটিউব চ্যানেলে ও অন্যান্য অনলাইন প্লাটফর্মে প্রচার করা হবে। রবীন্দ্রসরবোরে ফটোশুট চলাকালীন সময়েই ব্যান্ডের সদস্যরা সামনে আরও দারুন কিছু উপহার দিতে পারবো জানালেন।এবং বেশি বেশি বাংলাগান শোনা ও তার পৃষ্ঠপোষকতার আহবান জানান।

Leave a Reply