Thursday, January 2

এবার বলিউডে আমির কন্যা

53916_amsবলিউডে মিস্টার পারফেক্টশস্টি হিসেবেই তার খ্যাতি। এবার তারই মেয়েও নাম লেখাতে যাচ্ছেন। বলা হচ্ছে আমির খানের মেয়ে ইরা খানের কথা। তবে অভিনয়ে আসছেন না তিনি। বলিউডে ইরার অভিষেক হচ্ছে সংগীত পরিচালক হিসেবে। বলিউডের সংগীত পরিচালক রাম সম্পতের সহকারী হিসেবে কাজ করবেন ইরা। ছোটবেলা থেকেই ইরা সংগীতের সঙ্গে যুক্ত। শুধু সংগীতশিল্পী হওয়া নয়, গানের সৃজনশীলতা, প্রযোজনা ও ব্যবস্থাপনা নিয়ে কাজ করতে চান তিনি। আর এটি শিখবেন রাম সম্পতের হাত ধরেই। আমিরের ‘দিল্লি বেলি’ ও ‘তালাশ’ ছবিতে রাম সম্পত সংগীত পরিচালনা করেছেন। এ ছাড়া আমিরের জনপ্রিয় টিভি শো ‘সত্যমেব জয়তে’র সংগীত পরিচালকও তিনি। এদিকে বিষয়টি নিয়ে আমির খান এখনো মুখ খুলেননি। এর আগে তিনি বলেছিলেন, ইরা বলিউডে এলে তিনি খুশি হবেন।

Leave a Reply