Wednesday, May 21

আজ প্রতিভা শাওন এর শুভ জন্মদিন

বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ ১৩ ফেব্রুয়ারী মডেল-অভিনেত্রী-উপস্থাপিকা প্রতিভা শাওন এর শুভ জন্মদিন। প্রতিভা একজন নারী উদ্যোগতা, ফালাক ফ্যাশন এর প্রতিষ্ঠাতা ও ছোয়া এন্টারটেইনমেন্ট এর চেয়ারম্যান।

প্রতিভা মডেলিং, মিউজিক ভিডিও, টিভিসি, ওভিসি, ফ্যাশন হাউজ, লাইফ স্টাইল শুট ও অভিনয় করছেন। মডেল-অভিনেত্রি প্রতিভার শুভ জন্মদিনে স্বদেশ কন্ঠ সম্পাদক আরজে সাইমুর রহমান ও স্বদেশ পরিবারের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।

স্বদেশ মাল্টিমিডিয়ার আয়োজনে বৈশাখী শুট এর মডেল ও কো-অর্ডিনেটর হিসেবে এবং রেডিও স্বদেশ এর লাইভ শো করেছেন প্রতিভা।

Leave a Reply