Saturday, April 20

‘খালেদা ও তার দল বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না’

53906_ruhulবেগম খালেদা জিয়া ও তার দল বিএনপিকে বাদ দিয়ে কোনো নির্বাচন অনুষ্ঠিত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সংবিধানের দোহাই দিয়ে একতরফা ও বিতর্কিত নির্বাচন করার যেকোনো অপচেষ্টা এ দেশের মানুষ সর্বশক্তি দিয়ে রুখে দিবে। সংবিধান কোনো ধর্মীয় গ্রন্থ নয় যে, এটি সংশোধিত হতে পারবে না। শুক্রবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এই মন্তব্য করেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর রেডিসন হোটেলের সামনের সড়কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংবিধান ও নির্বাচন কারো জন্য অপেক্ষা করবে না। ওবায়দুলের কাদেরের বক্তব্যের প্রেক্ষিতে সংবাদ সম্মেলনে রিজভী বলেন, নির্বাচন নিয়ে আবারও ষড়যন্ত্র ও অশুভ পরিকল্পনা করছে সরকার। তবে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে আর পার পাওয়া যাবে না। কোনো চক্রান্ত, ষড়যন্ত্র টিকবে না। আগামী নির্বাচন নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনেই হবে এবং বিএনপি সেই নির্বাচনে অংশগ্রহণ করবে।

Leave a Reply