
বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: গতকাল ৩০ মার্চ হোটেল ঢাকা রিজেন্সিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন ছিল। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয় ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী
জনাব কে এম খালেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু সায়েম শাহিন, কে পি সি এর চেয়ারম্যান জনাব কাজী সাজিদুর রহমান।
ফ্রেন্ড ভিউ স্টার এওয়ার্ড যারা পেলেনঃ পরিচালক চয়নিকা চৌধুরী, চিত্রনায়িকা পরীমনি, অভিনয়শিল্পী আফরান নিশো,মেহজাবীন,বিদ্যাসিনহামীম,চিত্রনায়ক সায়মনসাদিক,নিরব,
ইউটিউবার তৌহিদ আফ্রিদী,অমিত হাসান, ডিজে সনিকা, মডেল অন্তুকরিম,আরজে নিরব,কন্ঠশিল্পী লুইপা, মিলন মাহমুদ, আরজে সাইমুর, আভরাল সাহির, বিদ্যা সিনহা সাহা মীম মুহিদুল মুহিন,
র্যম্প মডেলঃ-নাহিদ, আখি আফরোজ, ফ্যাশন কোরিওগ্রাফারঃ-এডলফ খান, ফ্যাশন ডিজাইনার-মাকসুদা সিলাত, রোজা আফরোজা, মেকওভার ফারজানা রহমান ইস্পিতা, সালমা সরোয়ার কবিতা, আলী আফতাব, কালিনারি শেফ দিল আফরোজ সাইদা, ডান্স কোরিওগ্রাফারঃ-ফ্লাই ফারুক, ফ্যাশন এন্ড ইস্টাইলিস্টঃ-রাকিব বাবু, শাকিল।
ফ্রেন্ডস ভিউ এর চেয়ারম্যান জনাব রবি চৌধুরী স্বদেশ নিউজ২৪ কে জানান- মিডিয়ার বিভিন্ন অঙ্গনের গুনী শিল্পীদের এই এ্যাওয়ার্ড অনুষ্ঠান সুন্দর ভাবে সম্পন্ন হয়েছে। ফ্রেন্ডস ভিউ এর সকল মেম্বেরদের কে ধন্যবাদ। বিশেষ ধন্যবাদ সকল শিল্পী, কলা কৌশলীদের তাদের উপস্থিতি আমাদের এই অনুষ্ঠান কে আলোকিত করেছে। সবাই দোয়া করবেন যাতে এই এ্যাওয়ার্ড অনুষ্ঠান আগামীতে আরও ভালোভাবে করতে পারি। ধন্যবাদ স্বদেশ টিভি ও স্বদেশ মাল্টিমিডিয়ার চেয়ারম্যান আরজে সাইমুর রহমান কে।
জমকালো ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০’ এর মিডিয়া পার্টনার- জিটিভি, নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, বাংলানিউজ২৪, রেডিও টুডে, স্বদেশ টিভি, রেডিও স্বদেশ, অনন্যা। ফটোগ্রাফি পাটর্নার ছবির হাটবাজার।