Wednesday, May 21

বেস্ট ইস্টাইলিস্ট হিসেবে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড পেলেন রাকিব বাবু

বিনোদন ডেস্ক, সম্পদনায়-আরজে সাইমুর: ফ্যাশনে বেস্ট ইস্টাইলিস্ট হিসেবে ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড ২০২০ পেলেন রাকিব বাবু। গত ৩০ মার্চ হোটেল ঢাকা রিজেন্সিতে জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০। অনুষ্ঠানে এ্যাওয়ার্ড সিরিমনি, সেলেব্রেটি ড্যান্স, লাইভ সং পারফরমেন্স, র‌্যাম্প ফ্যাশন ও বাফেট ডিনার এর আয়োজন ছিল। চলচ্চিত্র, নাটক, সংগীত, ফ্যাশন, নৃত্যু, উপস্থাপনাসহ মিডিয়ার বিভিন্ন অঙ্গনের ক্যাটাগরীতে এই এ্যাওয়ার্ড প্রদান করা হয়। উল্লেখ্য রাকিব বাবু দেশের সব বড় বড় ও স্বনামধন্য ফ্যাশন হাউজ ও ব্র্যান্ড এর কাজ করে সুনাম অর্জন করেছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ, এশিয়ান টিভির চেয়ারম্যান জনাব আলহাজ্ব হারুনর রশীদ সি আই পি, মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ এর সাংগঠনিক সম্পাদক জনাব আলহাজ্ব আবু সায়েম শাহিন, কে পি সি এর চেয়ারম্যান জনাব কাজী সাজিদুর রহমান।

রাকিব বাবু স্বদেশ কন্ঠ কে জানান- ফ্রেন্ডস ভিউ স্টার অ্যাওয়ার্ড’কে বিশেষ ধন্যবাদ ফ্যাশনে বেস্ট ইস্টাইলিস্ট হিসেবে আমাকে মূল্যায়ন করেছেন। আর যখন কোন কাজের মূল্যায়ন করা হয় তখন কাজের প্রতি আরো আগ্রহটা দিগুণ হয়ে যায়। সবাই আমার জন্য দোয়া করবেন।

জমকালো ‘ফ্রেন্ডস ভিউ স্টার এওয়ার্ড-২০২০’ এর মিডিয়া পার্টনার- জিটিভি, নিউজ২৪, বাংলাদেশ প্রতিদিন, স্বদেশ টিভি, রেডিও স্বদেশ। ফটোগ্রাফি পাটর্নার ছবির হাটবাজার।

Leave a Reply