ইতিহাস গড়লেন তামিম ইকবাল-সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ। দেশের বাইরের কোনো লীগে একই ম্যাচে বাংলাদেশের এই তিন ক্রিকেটার খেললেন। পাকিস্তান সুপার লীগের দ্বিতীয় আসরে আজ পেশোয়ার জালমির হয়ে তামিম ইকবাল ও সাকিব আল হাসান আর কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে মাহমুদুল্লাহ খেলেন। দেশের বাইরের কোনো লীগে প্রথম ঘটনা হিসেবে বাংলাদেশের দুই ক্রিকেটার তামিম ও সাকিব এই দলের হয়ে মাঠে নামলেন। আজ সাকিবকে ব্যাটে নামতে হয়নি। শারজাহ ক্রিকেট স্টেডিয়ারে টস হেরে ব্যাটে গিয়ে তামিমের পেশোয়ার ৩ উইকেটে ১৬ ওভারে তোলে ১১৭ রান। বৃষ্টির কারণে চার ওভার কেটে নেয়া হয়। এবারের আসরেও তামিম তার দুর্দান্ত নৈপুণ্য দিয়ে শুরু করেছেন। গত আসরে তিনি ৬ ম্যাচে তিন ফিফটিতে মোট করেন ২৬৮ রান। এরমধ্যে দুই ম্যাচে সেরা খেলোয়াড় হন। আর আজ তিনি ৪ ছক্কা ও ৪ চারে ৪৬ বলে ৬২ রানে অপরাজিত থাকেন। আর শেষের দিকে শোয়াইব মাকসুদ ২৪ বলে ৩০ রানে অপরাজিত থাকেন। চতুর্থ উইকেটে তামিম ও মাকসুদ ৮.৫ ওভারে ৭৫ রানে অবিচ্ছিন্ন থাকেন। অন্যদিকে কোয়েটার হয়ে মাহমুদুল্লাহ নিজের প্রথম ম্যাচে ২০ বলে ২৯ রানে অপরাজিত থাকেন। আর আজ তিনি ২ ওভারে ১২ রান নিয়ে তুলে নেন মোহাম্মদ হাফিজের উইকেট।