
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ জনপ্রিয় খলনায়ক ও প্রযোজক ডিপজলের “ঘর ভাঙ্গা সংসার” সিনেমার শুটিং সাভারে চলছে। তাই শুটিং শেষে রাত ১২.০১ মিনিটে আলোচিত ও জনপ্রিয় চিত্রনায়িকা শিলাকে জন্মদিনের কেক কেটে সারপ্রাইজ দেন। রীতিমতো শিরিন শিলাকে অবাক করে দেন ডিপজল। শিলার কেক কাটায় শুটিং ইউনিটের সবাই উপস্থিত থেকে তাকে জন্মদিনের শুভেচছা জানান। এই সারপ্রাইজ জন্মদিন অনুষ্ঠান নিয়ে জানতে চাইলে জনপ্রিয় চিত্রনায়িকা শিরিন শিলা জানান- আপনারা সকলেই জানেন আমি ডিপজল ভাইয়ার ছবি করছি সাভারে
“ঘর ভাঙ্গা সংসার” সিনেমায়, তো সারাদিন শুটিংয়ের পর হঠাৎ করে দেখি যে রাত 12 টা 1 মিনিটে আমার জন্মদিনের জন্য এক অন্যরকম একটা আয়োজন করা হয়েছে । শুটিং চলাকালীন অবস্থায় এমন একটা চমক পাবো ভাবতেও পারিনি 😍😍😍
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ডিপজল ভাইয়া । আমার জন্মদিন টাকে এত সুন্দর করে আলোকিত করে দেওয়ার জন্য ❤️❤️❤️❤️❤️🙏🙏
