
নারায়ণগঞ্জের ঐতিহ্য বাহি ফকিরটোলা শাহী জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব আলহাজ্ব মুফতি মাওলানা ইউসুফ নুরি সাহেব(৮৫)
গত ২০ই আগষ্ট ১০ ই মহরম, শুক্রবার সকাল ১০.৩০ মিনিটে বার্ধক্য জনিত সমস্যায় মরহুমের ঢাকাস্হ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন, (ইন্নাইলাহে ওয়া ইন্না ইলাহে রাজিউন)
পরে আছর পূর্বে ৪.৩০মিনিটে মরহুমের গ্রামের বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
মরহুম ইউসুফ নুরি সাহেবের তার জীবদ্দশায় একজন প্রকৃত সুন্নি আলেম ছিলেন, রাসুলুল্লাহ (সা:) প্রেমী ও কাদরীয়া তরিকার অনুসারী ছিলেন,ওনি ইউনানী হেকিমি চিকিৎসক ছিলেন, মরহুমের পরিবার, ছেলে মেয়ে আত্মীয় সজন রেখে গেছেন, অসংখ্য ভক্ত অনুসারী ও শুভাকাঙ্ক্ষী ছিল।
নারায়ণগঞ্জের ফকির টোলা জামে মসজিদের দীর্ঘ ৪০ বছর ইমাম ও খতিবের দায়িত্ব পালন করছেন, ১৯৯৫ ইং সালে ডিবি ভিসায় পরিবারের সদস্যদের নিয়ে আমেরিকায় বসবাস করেন, আমেরিকার নিউইয়র্ক এষ্টরিয়া গাউছিয়া জামে মসজিদে ইমামতি করেন, দুই বছর পূর্বে বাংলাদেশে আসেন।
মরহুমের পরিবারে পক্ষ থেকে ছেলে মেয়ে আত্মীয়-স্বজন সকলে মরহুমের রুহের মাগফেরাত ও দোয়া কামনা করেন।
উল্লেখ্য মরহুমের ছেলে আহমদ রেজা ক্বাদরী মর্ডাণ হারবাল গ্রুপের চীফ মেডিকেল অফিসার হিসেবে দীর্ঘদিন ধরে দায়িত্বরত আছেন। মরহুমের জানাযায় মর্ডাণ হারবাল গ্রুপের পরিচালক জাহাঙ্গীর আলম বাদল, কিউরেটর ড.ডা. শামীমুল হাসান, উপদেষ্টা ফজলুল করিম, ডা. আনোয়ার মুশতাক,উপ-মহাব্যবস্থাপক রুহুল কুদ্দুস, ডা. মুকুল, ডা. ওয়াহাব প্রমুখ অংশ গ্রহন করেন।
