Friday, March 1

রাত্রির যাত্রী… ছবিটি আসবে বলে…।।

স্বদেশকন্ঠ: রাত্রির যাত্রী ছবিটি আসবে বলে আমরা সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছি ঘরে ঘরে। রাত্রির যাত্রী আসবে বলে সবাই আমরা সবাই মিলে একত্রিত হয়েছি।রাত্রির যাত্রীর জন্য দেশের সিনেমার জন্য আজ জেগে উঠেছে লক্ষকোটি সিনেমাপ্রেমী মানুষ। দেশের মানুষ আবার দেশের সিনেমার প্রতি ফিরে তাকিয়েছে। রাত্রির যাত্রীর প্রচার প্রসারে সহযাত্রী বন্ধু অবিরাম পরিশ্রম করছে কেননা সবাই চাইছে একটি ভালো সিনেমার পাশে থাকার জন্য। রাত্রির যাত্রীর প্রতি সবার এই ভালোবাসা আমাদের সবাইকে অনুপ্রানিত করেছে। রাত্রির যাত্রী ছবিটি আসবে বলে, সব মহলেই কথা চলছে রাত্রির যাত্রীর নানান দিক দিয়ে। রাত্রির যাত্রী আসবে বলে, মুখে মুখে সবার একটি কথাই, কবে আসবে আমাদের রাত্রির যাত্রী? কবে দেখবো সবাই রাত্রির যাত্রী? রাত্রির যাত্রী আসবে বলেই………… শুভ্র সুন্দর একটি প্রভাতের প্রতিক্ষা করছি সবাই মিলে।।

Leave a Reply