Friday, March 29

শেখ সাদি’র স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ’ (ভিডিও)

সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ.কম: ৫২’র ভাষা আন্দোলন বাঙালি জীবনের এক স্পর্শকাতর অধ্যায়। যে অধ্যায় অহংকারের এবং গৌরবের। তথাপিও আামরা কখনো কখনো আমাদের ইতিহাস ঐতিহ্য বিস্মৃত হই। এইসব ইতিহাস ঐতিহ্য কে বিষয় করে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ ’। আমাদের প্রতিটি আন্দোলনেরই একটি স্মারক রয়েছে। যেমন স্বাধীনতা আন্দোলনের শহীদদের স্মৃতি রক্ষার্থে জাতীয় স্মৃতিসৌধ। ভাষা আন্দোলনের শহীদদের সম্মানার্থে শহীদ মিনার। কিন্তু এইসব স্মৃতি স্মারকগুলোর মর্যাদা, সম্মাননা ও রক্ষণাবেক্ষণের ব্যাপারে আমরা প্রায়শই উদাসীন। শহীদ মিনারে যেমন আমরা জুতা, স্যান্ডেল পড়ে উঠে যাই আবার এই শহীদ মিনারে বসে আমরা অনেক কুকর্মও করে থাকি। বিষয় বস্তু নিয়েই নির্মাতা শেখ সাদি নির্মাণ করলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘হৃদয়ে ভাষা শহীদ’। রঙিন সাম্পান এর ব্যানারে নির্মিত এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্রে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাহ-জাহান,অরিন ,সুজন,রিমঝিম,তসলিম সহ আরো অনেকে । চিত্রগ্রহণে ছিলেন শেখ সাদি । স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চিত্রায়ণ করা হয়েছে শহীদ মনিার সহ ঢাকা ইউনিভার্সিটির বভিন্নি লোকেশনে এ । নির্মাতা বলেন, আমরা একটু সচেতন হলে, মানসিকতার পরিবর্তন হলে ও মানবতাবাদী হলে এই অবস্থার সামান্যতম হলেও উন্নতি হতো।

 

Leave a Reply