
নিউজ ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর৷ স্বদেশ কন্ঠঃ
আরেফিন রুমি। একজন জনপ্রিয় সঙ্গীতশিল্পী। ২০০৮ সালে তার সঙ্গীত জগতের যাত্রা শুরু হয় “আরেফিন রুমি” এ্যালবামের মাধ্যমে। গানের জগতে আসার আগেই ২০০৬ সালে মডেলিং শুরু করেন রুমি। পরে তিনি হাবিব ওয়াহিদ এবং ফুয়াদ আল মুক্তাদিরের কাছে অডিও ইনজিনিয়ারিংও শেখেন। এই অ্যালবামের গানটি সে সময় হয়ে ওঠে ব্যপক জনপ্রিয়। তারপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয় নি, দিয়ে গেছেন একের পর এক হিট অ্যালবাম।
আজ (২৩ সেপ্টেম্বর) জনপ্রিয় সঙ্গীতশিল্পী আরেফিন রুমি জন্মদিন। ১৯৮৭ সালের ২৩ সেপ্টেম্বর ঢাকার মোহাম্মদপুরে জন্মগ্রহণ করেন আরেফিন রুমি। ঢাকা সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয় থেকে পড়াশোনা করেন তিনি। পরবর্তীতে তিনি কলেজে পড়াকালীন সময় একাধিক ক্রিকেট ক্লাবের হয়ে খেলেন। ছোটবেলায় ক্রিকেট খেলার প্রতি তার ছিলো অন্যরকম ভালবাসা। পাশাপাশি তিনি তার মায়ের কাছ থেকে প্রতিনিয়ত গানও শিখতেন। বলা যায় তার গানের সূচনা তার মা এর হাত ধরেই।
একক গানের পাশাপাশি চলচ্চিত্রেও তার অভিষেক ঘটে ২০১৩ সালের “ছায়াছবি” এর মধ্যমে।
মাঝে দিয়ে বেশ কয়েক বছর তিনি পারিবারিক নানা সমস্যার কারণে গান থেকে কিছুদিন অবসর নিয়েছিলেন। কিন্তু তার গানের প্রতি অগাধ ভালবাসা তাকে যেন টেনে ধরে রেখেছে এই জগতে।

স্বদেশ কন্ঠ ও স্বদেশ নিউজ২৪ এর সম্পাদক আরজে সাইমুর রহমান ও স্বদেশ মাল্টিমিডিয়া পরিবারের পক্ষ থেকে জন্মদিনের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইলো।
