Saturday, December 13

ইরফান সাজ্জাদের সাথে একক নাটকে আদিবা


বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
নতুন প্রজন্মের সম্ভাবনাময়ী মডেল-অভিনেত্রি আদিবা কাজ করেছেন বিভিন জনপ্রিয় ফ্যাশন ব্রান্ড ও শট ফিল্ম এর, এবার আদিবা একক নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন। নাটকের নাম ‘মনের মত’।
নাটকটি রাহাত মাহমুদ নির্মান করেছেন।

মানুষ তখনি কাউকে অনেক বেশি ভালোবাসে যখন কেউ তার মনের মতো হয়ে। রাফাত ও রুপার প্রেম ও ঠিক তেমনি, দুজনই দুজনকে পছন্দ করে, কিন্তু কেউ কাউকে বলতে পারে না। দুজনের ভিতর দ্বিধা কাজ করে। কে আগে কে পরে এই নিয়ে থাকে সংশয়, এই দুটানায়ে ঘটে কিছু ঘটনা যার জের ধরে রুপার বিয়ে দিতে বাঁধ হয়ে মা ও ভাই। কিন্তু পরিস্থিতি যখন জটিল হতে থাকে, ভালোবাসার মানুষটা যখন হাতছাড়া হয়ে যায় তখনি মরিয়া হয়ে উঠে রুপা, বাধা মানতে চায়না মন, ভালোবাসা সীকৃতি চায়। রাফাত ও রুপার এই অবুজ ভালোবাসার পরিণতি কি হবে তা দেখতে হলে মনের মতো নাটকটি দেখে হবে।

সম্প্রতি নাটকটির শুটিং এর কাজ শেষ হলো, খুব শীঘ্রই কোনো একটি বেসরকারি টিভি চ্যানেল ও জাফরীন ষ্টুডিও ইউটিউবে চ্যানেল এ নাটকটি প্রচারিত হবে। নাটকটিতে ফাতিমা আক্তার আদিবার অভিষেক হতে যাচ্ছে প্রথমবারের মত গুণী তারকা ইরফান সাজ্জাদ এর বিপরীতে।
নাটকে আরো অভিনয়ে আছেন শেলী আহসান, মেহেদী হাসান পিয়াল, ফয়সাল আবরার ও অন্যন্য।

শুধু অভিনয়ে নয়, ইরফান সাজ্জাদ এর গানের গলায় বেশ ভালো। ভক্তদের কথা মাথায় রেখেই মনের মতো নাটকে প্রথমবারের মতো ইরফান সাজ্জাদের নিজের গলায় একটি চিটাগাং এর জনপ্রিয় গান এর অংশ বিশেষ থাকবে। কিছু সুন্দর মুহূর্ত গানটিকে আরো জীবন্ত করে তুলবে। মনের মতো নাটকটি পরিচালনা করেছেন রাহাত মাহমুদ, গল্প ও চিত্রনাট্য লিখেছেন জাফরীন সাদিয়া।

নাটক প্রসঙ্গে জাফরীন সাদিয়া বলেন, ” নতুন নায়িকা হিসাবে ফাতিমা আক্তার আদিবা বেশ ভালো করেছে । গ্রাম্য পরিবেশে ছিমছাম একটি সাধারণ প্রেমের গল্প মনের মতো, আশা করি দর্শক নতুনদের মূল্যায়ন করবেন ও নাটকের যথাযথ মতামত দিবেন।”

নাটক প্রসঙ্গে আদিবা বলেন, “প্রথম একক নাটক হিসেবে অনেক বেশি Excited ছিলাম, ভয়ও কাজ করছিল অনেক, তবে সব কিছু সহজ করে দিয়েছে আমাদের পুরো টিম, সহ অভিনয় শিল্পীরা বিশেষ করে ইরফান ভাইয়া অনেক বেশী সহযোগিতা করেছে। আমি বিশেষ ভাবে কৃতঙ্গ জাফরিন সাদিয়া ও পরিচালক রাহাত মাহমুদ এর কাছে এতো বড় সুযোগ দেয়ার জন্য। আমাকে শুটিং এর আগে প্রতিটি দৃশ্য ধরে ধরে অভিনয় করিয়েছেন। আশা করছি দর্শক নাটকটি বেশ পছন্দ করবে।

Leave a Reply