Thursday, November 13

কারিনার প্রশংসায় পঞ্চমুখ বিপাশা

bipasha-basuকারিনা কাপুরের প্রশংসায় পঞ্চমুখ বিপাশা বসু। সদ্য মা হয়েছেন কারিনা। বিপাশার মতে, ‘গর্ভবতী থাকাকালীন সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন কারিনা। ওই অবস্থায় বন্ধু-বান্ধব, কাজকর্ম ঠিক সামলে নিয়েছেন। বাচ্চা জন্মের একদিন আগে পর্যন্ত নিজেকে ব্যস্ত রেখেছেন। ওকে দেখে শেখা উচিত।’ ২০০১ সালে ‘আজনবি’ ছবিতে বিপাশা ও কারিনাকে একসঙ্গে দেখা গিয়েছিল। কিন্তু দুজনের ভাব জমেনি। অভিনেতা করণ সিং গ্রোভারকে বিয়ে করেছেন বিপাশা বসু। তাই কারিনার সঙ্গে এখন ঝামেলা মিটিয়ে নিতে চাইছেন তিনি। বিপাশার মতে, ‘বিয়ের পর মা হতে ৫ বছর সময় নিয়েছিলেন কারিনা। আমি দুবছর সময় চাই।’

Leave a Reply