Tuesday, September 10

বেনাপোলে ইয়াবা ব্যবসায়ীকে গুলি করে হত্যা

যশোরের বেনাপোলে সেলিম (৪০) নামে ইয়াবা ব্যবসায়ীকে গুলি করে হত্যা করা হয়েছে। মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ জানায়, ভোরে শিকড়ী এলাকায় দু’দল মাদক ব্যবসায়ীদের মধ্যে গুলির ঘটনা ঘটে। এ সময় প্রতিপক্ষের গুলিতে সেলিম  ঘটনাস্থলেই নিহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ সেলিমের মরদেহ উদ্ধার করা হয়।  এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করে পুলিশ

পুলিশ জানায়, সেলিম বেনাপোল এলাকা থেকে ইয়াবা, হেরোইন ও ফেনসিডিলের বড় চালান ভারত থেকে এনে দেশের বিভিন্ন এলাকায় পাচার করতো। তার নামে বেনাপোল পোর্ট থানাসহ দেশের বিভিন্ন থানায় অসংখ্য মামলা আছে।বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপূর্ব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেলিমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply