Monday, December 15

ভাটারায় বিপুল ইয়াবাসহ গ্রেফতার ৪

রাজধানীর ভাটারা এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার রাতে ভাটারার সাঈদনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. শাকিল, মো. কামাল, মো. শাহজাহান ও মো. নিয়াজ মাহমুদ।

ডিবি ওয়ারী বিভাগের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম জানান, মাদক ব্যবসায়ীরা ভাটারা থানার সাঈদনগর এলাকায় অবস্থান করছে বলে খবর পাই। পরে ওই এলাকায় অভিযান চালানো হয়। ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে গ্রেফতার করা হয় এবং তাদের কাছ থেকে ২৪ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

এ ঘটনায় ভাটারা থানায় মামলার পর গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

Leave a Reply