
নিউজ ডেস্ক, সম্পাদনায়ঃ আরজে সাইমুর ঃ
আসছে সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন আখন্দের নতুন গান গুটিবাজি। গুটিবাজী গানটির কথা ও সুর করেছেন নোমান সজীব। সঙ্গীত আয়োজন করেছেন তুহিন আহমেদ। মিউজিক ভিডিও পরিচালনায় করেছেন শুভব্রত সরকার। গানে অভিনয় করেছেন নাজু ও নোমান সজীব। গুটিবাজি গানের ভিডিওটি সিনেআট প্রোডাকশন এর ব্যানারে নির্মিত হয়েছে। গানটির ডিওপি করেছেন এসকে সোহাগ, ড্রেস ডিজাইন করেছেন নাজু আখন্দের মা তাহমিনা আখন্দ। ভিডিওর ডান্স ডিরেক্টর ছিলেন সাইফুল ইসলাম সাব্বির।
উল্লেখ্য নাজু আখন্দ ১৯৯৫ সালে শিশুশিল্পী হিসেবে জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছিলেন। গানের ভুবনে দেখতে দেখতে পেশাগতভাবে তিনি ১৮ বছর অর্থাৎ দেড় যুগ সময় বেশ সফলতার সঙ্গেই পার করেছেন। নাজুর ভাষ্যমতে, এখনো প্রতিনিয়ত গানের প্রতি সেই প্রথম দিনের মতোই পরম ভালোলাগা নিয়ে গান গেয়ে যাচ্ছেন। দীর্ঘদিনের সঙ্গীত জীবনের পথচলায় চলচ্চিত্রে প্লে-ব্যাক করেছেন তিনি ২২৩টি গান। কুমার বিশ্বজিতের সঙ্গে আহমেদ ইমতিয়াজ বুলবুলের কথা, সুর সঙ্গীতে ‘মায়ের সম্মান’ সিনেমাতে ২০০১ সালে প্রথম প্লে-ব্যাক করার মধ্য দিয়ে সঙ্গীতাঙ্গনে পেশাগতভাবে নাজুর যাত্রা শুরু। সিনেমার বাইরে নাজুর সবচেয়ে জনপ্রিয় গান হচ্ছে বাপ্পা মুজমদারের সুর সঙ্গীতে ‘আমায় হাত বাড়ালেই যায় না ছোঁয়া’ গানটি। এই গানের জন্য তিনি ২০০৯ সালে সিটিসেল চ্যানেলআই মিউজিক অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছিলেন পপুলার চয়েজ ক্যাটাগরিতে। নাজু একাধিক সিনেমায় প্লে-ব্যাক করেছেন। তার একাধিক একক অ্যালবাম রয়েছে। তিনি একাধিক শ্রোতাপ্রিয় গান উপহার দিয়েছেন।