
চট্টগ্রাম: নগরের বায়েজিদ থানাধীন টেনারি বটতল এলাকায় টমটম গাড়ি উল্টে আহম্মেদ (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, যাত্রী নিয়ে যাওয়ার পথে হঠাৎ টমটম গাড়িটি যায়। এসময় আহত আহম্মেদকে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক ২৬ নাম্বার ওয়ার্ডে ভর্তি করেন। এরপর দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের আত্মীয় মো. বখতিয়ার বলেন, সকালে তিনি বাজারে যাওয়ার পথে টমটম উল্টে গুরুতর আহত হন। চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান বলেন, আহম্মেদ নামে এক বৃদ্ধকে আহত অবস্থায় চমেক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মৃত্যুবরণ করেন।