

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক , মুজিব বাহিনীর প্রধান , বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , বিশিষ্ট লেখক- সাংবাদিক শহীদ শেখ ফজলুল হক মণি’র ৮৩ তম জন্মদিন উপলক্ষে দোয়া ও এতিম শিশুদের শীত বস্ত্র বিতরণ করা হয়েছে ।
আজ ৪ ঠা ডিসেম্বর ঢাকায় উক্ত শীতবস্ত্র বিতরন ও দোয়ার আয়োজন করেন ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক সফল সাধারন সম্পাদক মোহাম্মদ সাব্বির হোসেন।
উল্লেক্ষ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক দর্শন আর আদর্শে অনুপ্রাণিত শহীদ শেখ ফজলুল হক মণি ছিলেন বহুমূখী প্রতিভার অধিকারী। ক্ষণজন্মা এই মানুষটি তাঁর ছোট জীবনের নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে প্রতিভার পরিচয় দিয়েছিলেন। ছাত্র রাজনীতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ, লেখক ও সাংবাদিক সকল ক্ষেত্রেই আমরা তাঁর মধ্যে সমাজতান্ত্রিক ভাবধারা, বিজ্ঞানভিত্তিক চিন্তাধারা, সৃজনশীলতার ও সংস্কৃতিমনার পরিচয় পাওয়া যায়।
