Tuesday, December 16

সড়কের পাশের গাছ ফের সিএনজির ওপর, এবার কিশোরী নিহত

ঢাকার ধামরাইয়ে সড়কের পাশের গাছচাপায় ৬ জনের প্রাণহানির রেশ না কাটতেই আবারো গাছচাপায় সীতি রাণী ঘোষ (১৭) নামে এক কিশোরীর মৃত্যু হয়েছে।

এ ঘটনায় চালকসহ অটোরিকশার আরও ৯ জন গুরুতর আহত হয়েছেন। তারা হাসপাতালের আইসিইউতে রয়েছেন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। দুই দিনেও তাদের অবস্থার কোনো উন্নতি হয়নি।

এ হতাহতের ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল ৫টার দিকে ঢাকা-কালামপুর-মির্জাপুর আঞ্চলিক মহাসড়কের ধামরাইয়ের বাটুলিয়া এলাকায়। কোনো প্রকার নিরাপত্তা বলয় ছাড়াই ঝুঁকিপূর্ণভাবে এ গাছ কাটার ফলে হতাহতের ঘটনা ঘটেছে বলে জানান স্থানীয় লোকজন।

ওই অটোরিকশাটি কাওয়ালীপাড়া বাজার থেকে কালামপুর বাসস্ট্যান্ডে যাওয়ার পথিমধ্যে এ দুর্ঘটনার শিকার হয়। নিহত সীতি ঘোষ মহিষাশী তার মামার বাড়ি থেকে কালামপুর বাজারে কেনাকাটা করতে যাচ্ছিল। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকার হোসেন শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে। পুলিশ রাতভর গ্রেফতার অভিযান চালিয়েও ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক রোবেল হেসেনসহ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, কিছুদিন আগে নিরাপত্তা বেষ্টনী না রেখেই গাছ কাটার ফলে একই সড়কের মাদারপুর মিলগেট এলাকায় গাছচাপা পড়ে নিহত হন রিকশাভ্যান গাড়ির ৬ যাত্রী। এরপরও সড়কের পাশের গাছ কাটায় কোনো সতর্কতা অবলম্বন কিংবা নিরাপত্তা বলয় গড়া হয়নি।

সোমবার বিকালেও ওই সড়কের গাছ কাটা হচ্ছিল। তখন ওই সড়ক দিয়ে চালকসহ ৯ জন যাত্রী নিয়ে যাওয়ার সময় সিএনজিচালিত অটোরিকশার ওপর এসে গাছ পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সীতি রাণী ঘোষ। এতে চালকসহ ৯ জন গুরুতর আহত হন। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ ও পঙ্গু হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

নিহত সীতি রাণী ঘোষ মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার দরগ্রাম ইউনিয়নের ঘোষপাড়া এলাকার বাসিন্দা গুরুদাস ঘোষের মেয়ে। সে ধামরাইয়ের মহিষাশী এলাকায় সাবেক মেম্বার শচীন্দ্র ঘোষের ভাগ্নি। কয়েকদিন আগে মেয়েটি মামার বাড়িতে বেড়াতে এসেছে। কালামপুর বাজারে কেনাকাটার জন্য সে ওই অটোরিকশায় যাচ্ছিল।

এ ব্যাপারে রোবেল এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী রোবেল হোসেন বলেন, বারবার সতর্ক করে দেওয়ার পরও গাছকাটা শ্রমিকরা সতর্কতা অবলম্বন না করায় এ হতাহতের ঘটনাটি ঘটেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এ ব্যাপারে আমার কিছুই বলার নেই। আমার মনকেই আমি কোনোভাবে বোঝাতে পারছি না। আর নিহতের পরিবার কীভাবে মনকে প্রবোধ দেবে। আমি নিহতের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এ ব্যাপারে ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান আতিক বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে সঙ্গীয় ফোর্সসহ অফিসার পাঠাই। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Leave a Reply