জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলের গ্যারেজে ঢুকে গেছে। এ সময় চাপা পড়ে এক যুবক নিহত ও দুজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট-হিলি পাকা রাস্তার বাগজানায় এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসকর্মী আহতদের উদ্ধার করে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
নিহত আব্দুল মুমিন (৩৮) উপজেলার সীমান্ত এলাকা ত্রিপুরা গ্রামের ইউসুফ মণ্ডলের ছেলে।
স্থানীয় জনপ্রতিনিধি আরিফ হোসেন বলেন, দুপুরে জয়পুরহাট থেকে ছেড়ে আসা হিলিগামী একটি ট্রাক (বগুড়া-ট-১১-০০৭২) নিয়ন্ত্রণ হারিয়ে বাগজানা এলাকার আমিনুল ইসলামের মোটরসাইকেল গ্যারেজের ভেতরে ঢুকে যায়। নিহত ও আহতরা গ্যারেজে মোটরসাইকেল মেরামতের জন্য অপেক্ষা করছিলেন।
পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব বলেন, ঘটনাস্থল থেকে ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।