রায়হান কবির, স্বদেশ নিউজ ২৪ডট কমঃ মিডিয়াতে আবার যা কিছুই শুরু করিনা কেন, আমি প্রধান চরিত্রে থাকতে চাই। তবে ক্রাইম নিয়ে যে নাটক বা সিরিয়ালগুলো হয় ওগুলোর গোয়েন্দা টাইপ চরিত্রে কাজ করার ইচ্ছা অনেক। কিছুটা সাহসী চরিত্র আর কি। এমনটাই বলছিলেন সাবিহা খান তানিসা। পারিবারিক কারনে মিডিয়াতে নিয়মিত কাজ করা হয়নি, তবে নিজের স্বপ্নকে এখনও হারিয়ে যেতে দেননি তানিশা। তানিশার বাবা হানিফ মাহমুদ চলচ্চিত্রে ছিলেন, তার হাত ধরে এফডিসিতে গিয়েছেন অনেক বার। আর সেখান থেকেই অভিনয়ের প্রতি একটা আগ্রহ তৈরি হয়। মায়ের নিষেধের কারণে টিভি পর্দার সামনে এসেও আড়ালে চলে যাওয়া। তবে তানিশা চান আবারও নিয়মিত কাজ করতে। তানিশার ছোট ক্যারিয়ারে অভিনয় করেছেন শফিক তুহিনের ‘সুস্মিতা’ গানের মিউজিক ভিডিওতে, শাওন শেখ এর ‘যদি দূরে চলে যাও’ গানের মিউজিক ভিডিওতে। টিভিসি করেছেন ‘বম্বে স্টিক চিপস’ এর। ফ্যাশন হাউজের মডেল হয়েছেন।
তানিশা বলেন, সুস্মিতা গানের মিউজিক ভিডিও প্রকাশের পর আমার বন্ধু মহলের মধ্যে সবাই আমাকে সুস্মিতা বলেই ডাকতো। অনেকদিন এই নাম ছিল। ভাল লাগত সেসময়! আর সে জন্য আবার হয়ত ফিরে আসতে চান তানিশা তার স্বপ্নের পৃথিবীতে।