
বিনোদন ডেস্ক, স্বদেশ কন্ঠ: জনপ্রিয় বাউল কন্ঠশিল্পী কুদ্দুস বয়াতীর নতুন গান সখি ভুইলা যাইওন। গানটির কথা ও সুর করেছেন এই সময়ের জনপ্রিয় গীতিকবি ও সুরকার রবিউল ইসলাম রবি। গানটির সংগীত আয়োজন করেছেন এস রুহুল। গানটি সৃষ্টি মাল্টিমিডিয়ার ব্যানারে প্রকাশিত হয়েছে। গানটির নেপথ্যে যে মানুষটির সব থেকে বড় অবদান সময়ের জনপ্রিয় নির্মাতা রাজু আহমেদ। গানটি সম্পর্কে গীতিকবি রবিউল ইসলাম রবি স্বদেশ কন্ঠকে বলেন- গানটির সুর ও লেখা আমার নিজেরেই। এই প্রথম বাউল কন্ঠশিল্পী কুদ্দুস বয়াতীর গানটির সুর ও লেখা করতে পেরে আমি নিজেকে ভীষণ ভাগ্যবান মনে করছি। কারন তিঁনি অনেক জনপ্রিয়, এতগুণী শিল্পীর গান লেখা ও সুর করা আসলেই ভাগ্যের ব্যাপার। আশা করি গানটি সবার ভালো লাগবে। আর গানটি আপনাদের ভালো লাগলেই আমাদের স্বার্থকতা।
