
নিউজ ডেস্ক, স্বদেশ কন্ঠ, সম্পাদনায়-আরজে সাইমুরঃ
গত ১৯ জানুয়ারি ২০২২ প্রিয়াংকা শুটিং হাউজ শুটিংস্পট এ কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপনচিত্র এর শুটিং এর কাজ শেষ হয়।
নির্মাতা কাজী ইলিয়াস কল্লোল, মডেল হিসেবে ছিলেন শাহরিয়ার নাজিম জয়, এ্যাঞ্জেলিনা শামীমা, শেখ স্বপ্না ও শিশুশিল্পীবৃন্দ।
উল্লেখ্য মডেল-অভিনেত্রী এ্যাঞ্জেলিনা শামীমা এর আগে একাধিক মিউজিক ভিডিও, নাটক, বিজ্ঞাপনে কাজ করেছেন।
কোকোলা নুডলস্ এর বিজ্ঞাপন নিয়ে স্বদেশ কন্ঠকে শামীমা বলেন-বিজ্ঞাপনচিত্রটি কোকোলা নুডলস্ এর বিশেষ অফার। বিশেষ সাশ্রয় মূল্যে কন্টেইনার ভর্তি কোকোলা নুডলস্। কন্টেইনারের ভেতরে থাকছে একটি লাক্স বিউটি সোপ ফ্রি। সেজন্য ইউনিলিভার থেকে স্পেশাল অনুমোদন পেয়েছে কোকোলা কোম্পানি। তাই এই বিজ্ঞাপনচিত্রটির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। যেখানে শাহরিয়ার নাজিম জয় ও এ্যাঞ্জেলিনা শামীমা কোকোলা নুডলস্ ও লাক্স সাবানের প্রমোটার মডেল হিসেবে কাজ করেছেন। বর্তমানে এডিটিং চলছে। আগামী ফেব্রুয়ারীর শুরু থেকেই সকল টিভি চ্যানেলে প্রচার শুরু হবে।
