Thursday, December 19

‘বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার’

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ ফর্মে আছেন বিশ্বসেরা অন্যতম অলরাউন্ডার সাকিব আল হাসান।

টি-টোয়েন্টি ফরম্যাটে প্রথম ক্রিকেটার হিসেবে টানা পাঁচবার ম্যাচসেরা হয়েছেন তিনি।

এমন অনন্য কীর্তি গড়েও অন্য এক ক্রিকেটারের প্রশংসা করলেন সাকিব। তার নাম মুনিম শাহরিয়ার।

সাকিবের দল ফরচুন বরিশালেই খেলছেন মুনিম।

সর্তীর্থের প্রশংসা করে সাকিব জানালেন, এবারের বিপিএলের প্রাপ্তি মুনিম।

অথচ এই মুনিমই প্লেয়ার্স ড্রাফটে দলই পাননি।ড্রাফটে অবিক্রিত থাকলেও মুনিমকে দলভুক্ত করেন বরিশালের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন।

আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন মুনিম। তার ভয়ডরহীন ব্যাটিং ক্রিকেটপ্রেমীদের মন কেড়েছে। মুনিম যেন বাংলার ক্রিস গেইল।

এমন মারকুটে ব্যাটার বাংলাদেশ দলে খুব প্রয়োজন বলে জানালেন সাকিব।

বললেন, ‘বাংলাদেশের যেমন প্রতিভা প্রয়োজন ছিল, মুনিম তেমনই একজন। বলের ক্লিন স্ট্রাইকার, দারুণ টাইমিং করে, সাহসী ক্রিকেটার। এখন নিশ্চিত করতে হবে তার যেনো ঠিকঠাক যত্ন নেওয়া হয়। নিশ্চিতভাবেই বিপিএলের বড় আবিষ্কার মুনিম শাহরিয়ার।’

মুনিমের বিষয়ে একটি কথাও যে বাড়িয়ে বলেননি সাকিব, তার প্রমাণ মাঠেই দিয়ে যাচ্ছেন এই উদীয়মান ব্যাটার।

শুক্রবার মিনিস্টার ঢাকার বিপক্ষে ম্যাচে ধীর গতির ব্যাট করেন ক্রিস গেইল। ১১ বলে করেছেন ৭ রান করেন গেইল। কিন্তু মুনিম ছিলেন তার স্বভাবসুলভ মেজাজে। ২৫ বলে ৩৭ রানের প্রয়োজনীয় ইনিংস খেলেন মুনিম।

এ ডানহাতি ওপেনার আগের দুই ম্যাচেও পাওয়ার প্লে কাজে লাগিয়ে চার-ছয়ের বৃষ্টি বইয়েছিলেন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪টি বাউন্ডারি ও ৩টি ছক্কায় ২৫ বলে ৪৫ করেন মুনিম।

সবমিলিয়ে এখন পর্যন্ত চলতি আসরে ৪ ম্যাচে ১৩৪ রান করেছেন মুনিম। এ রান করতে বল খেলেছেন ৮০টি। তার স্ট্রাইকরেট ইর্ষণীয় ১৬৭.৫০!

Leave a Reply