Tuesday, May 6

গাড়িচাপায় পাঁচ সহোদর হত্যার ঘটনায় চালক রিমান্ডে

কক্সবাজারের চকরিয়ায় ঘাতক পিকআপের চাপায় পাঁচ সহোদর নিহতের ঘটনায় গাড়িচালক সাইফুল ইসলামকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

রোববার দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক রাজিব কুমার দেব এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের এসআই আবুল হোসেন চালক সাইফুলকে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।

পিকআপ চালক সাইফুল ইসলাম (৩০) বান্দরবান জেলার লামা উপজেলার মো. আলী জাফরের ছেলে।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল আদালতের আইনজীবী অ্যাডভোকেট উমর ফারুক বলেন, উপজেলার মালুমঘাট এলাকায় সবজিবোঝাই একটি দ্রুতগতির পিকআপ চাপায় পাঁচ সহোদর নিহত হন। এ সময় আরও দুই সহোদর ও এক বোন গুরুতর আহত হন।

এ ঘটনার পর থেকে পিকআপ চালক সাইফুল ইসলাম পালিয়ে যায়। পরে র্যা ব-১৫’র একটি টিম তাকে ঢাকা থেকে আটক করে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেন। রোববার দুপুরে চালক সাইফুল ইসলামকে আদালতে নিয়ে আসেন মামলার তদন্ত কর্মকর্তা মালুমঘাট হাইওয়ে থানার এসআই আবুল হোসেন।

তিনি বলেন, পিকআপচাপায় পাঁচ সহোদরের মৃত্যুর ঘটনায় পিকআপ চালক সাইফুল ইসলামকে রিমান্ডে নেওয়া হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যা তা খতিয়ে দেখতেই মূলত তাকে রিমান্ডে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট নার্সারি এলাকায় সবজিবোঝাই দ্রুতগতির একটি পিকআপের চাপায় পাঁচ ভাই নিহত এবং আরও দুই ভাই ও এক বোন গুরুতর আহত হন। নিহতদের বাবা প্রয়াত ডা. সুরেশ চন্দ্র সুশীলের শ্রাদ্ধানুষ্ঠানের পূর্বে ক্ষুদান্ন দান করতে গিয়ে তারা এই নির্মম দুর্ঘটনার শিকার হন।

Leave a Reply