
কিশোরগঞ্জের একরামপুর রেলওয়ে লাইন সংলগ্ন মার্কেটের ১১টি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া আরও ৭টি দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের। একটি ভাঙারির দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানা গেছে।
ব্যবসায়ীরা জানান, ভাঙারির দোকানে লাগা আগুনের লেলিহান শিখা মূহূর্তেই আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ফার্মেসি, টিভি মেরামতের দোকান, সেলুন, ফলমূলের দোকান, জ্বালানি তেল ও খেলনাসামগ্রীর দোকানসহ অন্তত ১১টি দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়। আংশিক ক্ষতিগ্রস্ত হয় আরও ৫-৭ টি দোকান।
খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের ৪ ইউনিট এবং করিমগঞ্জ উপজেলার ২টি ইউনিটসহ মোট ছয়টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্তদের মধ্যে আরিফুল ইসলাম ও সজল দেবনাথ নামের দুই ব্যবসায়ীর দাবি এ অগ্নিকাণ্ডে সব কিছু মিলিয়ে এক কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।
কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. মোবারক আলী বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই বাজারের ১১টি দোকান ও দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। তবে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট একযোগে কাজ করায় আশপাশের কয়েকশ বাণিজ্যিক প্রতিষ্ঠান রক্ষা পায়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে।
