
পাকিস্তানের লাহোরে গিয়ে খেলবেন না ক্রিস গেইল, কুমার সাঙ্গাকারা, লুক রাইট, কেভিন পিটারসেনরা। সেখানে খেলতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে এনওসি (অনাপত্তি পত্র) চেয়েছেন বাংলাদেশের এনামুল হক বিজয়। অনুমতি পেলেই তিনি খেলবেন পাকিস্তান সুপার লীগের (পিএসএল) ফাইনালে কোয়েটা গ্লাডিয়েটর্সের হয়ে। বিষয়টি নিশ্চিত করে বিজয় বলেন, ‘আমি দুইদিন আগেই কোয়েটার ম্যানেজারের কাছ থেকে আমন্ত্রণ পেয়েছি। কিন্তু বিসিবির অনুমতি ছাড়া আমি সেখানে খেলতে পারবো না। যদি বিসিবি আমাকে অনুমতি দেয় তাহলেই আমি খেলতে যাবো।’ পিএসএলে কোয়েটা গ্লাডিয়েটর্স এরই মধ্যে নিশ্চিত করেছে ফাইনাল। তবে ৫ই ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ পেশোয়ার জালমি নাকি করাচি কিংস তা জানা যাবে আজ। কোয়েটাতে খেলেছেন বাংলাদেশের অল রাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ। তবে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ দলের সঙ্গে যাওয়াতে তার আর পাকিস্তানের যাওয়া নিয়ে চিন্তা করতে হচ্ছে না। এই চিন্তা মুক্ত আছেন জালমির হয়ে খেলা সাকিব আল হাসান ও তামিম ইকবালও। তবে পাকিস্তানে অনুষ্ঠিত ফাইনালে দল গোছাতে মরিয়া এখন কোয়েটা। তাই হাত বাড়িয়েছে বাংলাদেশের দিকেও। সেই তালিকাতে আছে বিজয়।