Wednesday, May 21

ধান বোঝাই ট্রাক নিয়ে চালক উধাও

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার চিরাং বাজার থেকে ধান বোঝাই ট্রাক নিয়ে চালক স্বপন মণ্ডল উধাও হয়ে গেছে। ৪দিন পেরিয়ে গেলেও ট্রাকের কোনো সন্ধান মেলেনি।

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী জিলাল মিয়া কেন্দুয়া থানায় জিডি করেছেন।

সূত্রে জানা গেছে, উপজেলার রাজনগর গ্রামের ধান ব্যবসায়ী জিলাল মিয়া টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার সৌরভ অটোরাইস মিলে ২২০ বস্তা ৪৯ জাতের ধান বিক্রি করেন। উপজেলার চিরাং বাজার থেকে ট্রাক বোঝাই করে স্থানীয় এক ট্রাক দালালের সহায়তায় পাবনার স্বপন মণ্ডল নামে ট্রাক ড্রাইভারকে গত সোমবার বিকালে অটোরাইস মিলে পাঠায়।

ওইদিন ড্রাইভারের সঙ্গে মধ্যরাত পর্যন্ত মোবাইলে যোগাযোগ করতে পারলেও পরে মোবাইল নাম্বার বন্ধ পাওয়া যায়। পরের দিন অটোরাইস মিলে যোগাযোগ করা হলে অটোরাইস মিল মালিক ধান পায়নি বলে জানিয়ে দেন।

পরে খোঁজাখুঁজি করে ট্রাকের কোনো হদিস না পেয়ে গত মঙ্গলবার থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী জিলাল মিয়া।

ক্ষতিগ্রস্ত ধান ব্যবসায়ী জিলাল মিয়া জানান, সৌরভ অটোরাইস মিলে ২২০ বস্তা ৪৯ জাতের ধান বিক্রি করে স্থানীয় ট্রাক দালালের সহায়তায় স্বপন নামে এক ড্রাইভারের মাধ্যমে ধান পাঠাই। এতে আমার ৫ লাখ টাকার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী শাহনেওয়াজ বলেন, জিডির বিষয়টি খুব গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।f

Leave a Reply