Wednesday, May 21

কিয়েভে ভারতীয় ছাত্র গুলিবিদ্ধ, ভর্তি হাসপাতালে

ইউক্রেনের রাজধানী কিয়েভে গুলিবিদ্ধ হয়েছেন ভারতীয় এক ছাত্র। কিয়েভ থেকে পোল্যান্ড সীমান্তের দিকে আসার পথে ওই ছাত্র গুলিবিদ্ধ হন।

তাকে মাঝ পথ থেকে ফিরিয়ে নিয়ে গিয়ে কিয়েভের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে বলেও জানা গেছে। খবর ইন্ডিয়া ডটকমের।

ভারতের বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী ভিকে সিংহ শুক্রবার বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

তবে আহত ওই ছাত্রের পরিচয় এখনও প্রকাশ্যে আনা হয়নি। এর আগেও রুশ হামলার মুখে পড়ে প্রাণ হারান ইউক্রেনে পড়তে যাওয়া ভারতের কর্নাটকের এক মেডিকেল ছাত্র।

Leave a Reply