কুমিল্লায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশের ওপর বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে জেলার চান্দিনা উপজেলার খাদঘরে বেলা সাড়ে ১১ টায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ পাল্টা গুলি ছুঁড়লে এক দুষ্কৃতকারী আহত হয়। এসময় আরও একজনকে আটক করে পুলিশ। তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়েছে।
ময়নামতি হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস খাদঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ির ভেতর থেকে দুই দুষ্কৃতকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশকে লক্ষ্য করে একটি বোমা বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। পুলিশও পাল্টা গুলি নিক্ষেপ করলে তাদের একজন গুলিবিদ্ধ ও অপরজন আটক হয়। এসময় তাদের কাছ থেকে ৪টি বোমা উদ্ধার করা হয়। তবে সতর্ক থাকায় বোমা বিস্ফোরণে পুলিশের কোনও ক্ষতি হয়নি। আহত ব্যক্তিকে স্থানীয় চান্দিনা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সুপার মো.শাহ আবিদ হেসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।