
বিনোদন ডেস্ক, সম্পাদনায়-আরজে সাইমুর, স্বদেশ কন্ঠ: গত ৫ মার্চ আরজে সাইমুরের উপস্থাপনায় স্বদেশ.টিভি ও রেডিও স্বদেশ ডট নেটের “স্বদেশ তারকা আড্ডা” লাইভ অনুষ্ঠানে আড্ডা দেয়
ঢালিউডের এই তারকা শাহরিয়াজ ও জলি । আগামী ১০ মার্চ বড়পর্দায় জুটি বেঁধে আসছেন শাহরিয়াজ ও জলি। জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি ‘মেয়েটি এখন কোথায় যাবে’ ছবিতে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করেছেন তাঁরা। ছবিটি পরিচালনা করছেন নাদের চৌধুরী।
ইমদাদুল হক মিলনের উপন্যাস অবলম্বনে ছবির চিত্রনাট্য করেছেন আব্দুল্লাহ জহির বাবু। রেডিও স্বদেশ ডট নেট চেয়ারম্যান আরজে সাইমুরের সঞ্চালনায় অনুষ্ঠানে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার গল্প, গান ও শুটিং নিয়ে অনেক আলাপ চারিতা করেন ‘মেয়েটি এখন কোথায় যাবে’ এর নায়ক ও নায়িকা। ৮ মার্চ বিএফডিসিতে ‘মেয়েটি এখন কোথায় যাবে’ সিনেমার প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে সরাসরি র্দশকদের মতামত ও মন্তব্য পাওয়া যায়। বাকি সব তথ্য জানতে ভিডিও দেখুন।
https://www.facebook.com/Radioswadesh.net1/videos/1868176429874519/